চট্টগ্রাম, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় তালিকাভুক্ত মাদক কারবারি ও যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, বুধবার বিকেলে উপজেলার পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জালাল উদ্দিন শাহ উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহের ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, জালাল শাহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সাগর পথে অবৈধ ইয়াবা ও বিদেশি মদ এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়ের করা একটি মামলা রয়েছে।
এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা, কর্ণফুলী, আনোয়ারাসহ বিভিন্ন থানায় জালালের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগসহ নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হন তিনি।
মনির হোসেন বলেন, আনোয়ারার তালিকাভুক্ত মাদক কারবারি ও যুবলীগ নেতা জালাল শাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।