পিরোজপুরে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫৩
জেলায় বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পিরোজপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিতেএ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো.মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সব যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
১০