পিরোজপুরে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫৩
জেলায় বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পিরোজপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিতেএ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো.মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সব যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০