পিরোজপুরে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫৩
জেলায় বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পিরোজপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিতেএ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো.মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সব যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান
যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট
১০