পিরোজপুরে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৫৩
জেলায় বৃহস্পতিবার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

পিরোজপুর, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে `জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিতেএ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো.মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।

বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সব যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জ সাব স্টেশনে বিস্ফোরণ, ১৫ ঘণ্টা পর বিদুৎ সরবরাহ স্বাভাবিক
বিশ্ব বাণিজ্য পুনর্গঠনে ট্রাম্পের কঠোর পদক্ষেপ
গলদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট প্রথম
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ২৬
চাঁদপুরে ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
১০