দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবারকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের অনুদান

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:১১ আপডেট: : ৩১ জুলাই ২০২৫, ২০:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহতসহ নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসক।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ১৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ৫ লাখ এবং একটি পরিবারকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়েছে। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।

ডিসি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তা এক সময় তেমন কোনো মানুষ জানতো না। আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্ঠা করছি।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির সহকারি পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক এডি মাহবুব কামালমের পরিচালায় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, কোষাধক্ষ শাহীন তারেক, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমূখ।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন- মালেকা বেগম, শহিদুল মো. জোনাব আলী, মো. মিঠু মিয়া, মো. আব্দুল আহাদ খান, মো. মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসনেয়ারা বেগম, মো. জাহিদ হাসান, মো. মোসা মিয়া, আবুর বাসার, মোছা. বিথি আক্তার, ফুলমতি বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবিনা আক্তার, মো. শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০