দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবারকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের অনুদান

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:১১ আপডেট: : ৩১ জুলাই ২০২৫, ২০:২১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহতসহ নিহত ১৫ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসক।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ১৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ৫ লাখ এবং একটি পরিবারকে ১ লাখ টাকা করে চেক প্রদান করা হয়েছে। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।

ডিসি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তা এক সময় তেমন কোনো মানুষ জানতো না। আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্ঠা করছি।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির সহকারি পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক এডি মাহবুব কামালমের পরিচালায় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, কোষাধক্ষ শাহীন তারেক, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমূখ।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন- মালেকা বেগম, শহিদুল মো. জোনাব আলী, মো. মিঠু মিয়া, মো. আব্দুল আহাদ খান, মো. মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসনেয়ারা বেগম, মো. জাহিদ হাসান, মো. মোসা মিয়া, আবুর বাসার, মোছা. বিথি আক্তার, ফুলমতি বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবিনা আক্তার, মো. শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০