‘মার্চ ফর জাস্টিস’ স্মরণে ফেনীতে আইনজীবী ফোরামের পদযাত্রা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৪২
ছবি : বাসস

ফেনী, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে স্মরণে ফেনীতে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। 

আজ বৃহস্পতিবার সকালে ফেনী জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। 

আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন খাঁন নয়নের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এই আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে। অনেক মজলুম নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগকে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়ছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে।

কর্মসূচিতে ছিলেন, ফোরামের সহসভাপতি রবিউল হক ভুঁইয়া, উপদেষ্টা নুরুল ইসলাম (৩), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফ বাবু, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, সহ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন খন্দকার। আর ছিলেন সদস্য মঈনুল হোসেন মজনু, শাহজালাল ভুঁইয়া সবুজ, কামরুজ্জামান স্বপন, লায়লা আর্জুমান আরা, আবদুল্লাহ আল মামুন জুয়েল, জিয়া উদ্দিন দুলাল প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০