গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৪৪
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ফাইল ছবি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়। তাই বিদ্যালয়, অফিসসহ সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। যদি গণতান্ত্রিক চর্চা সমাজের প্রতিটি স্তরে চালু হয়, তাহলেই রাজনৈতিক স্তরে গণতন্ত্র স্থায়ী হবে। 

আজ বৃহস্পতিবার ঢাকায় মিরপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ আয়োজনের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন, আমাদেরকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এসময় উপদেষ্টা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
চট্টগ্রাম জেলা আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমেছে
নবমীতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ
অপরাধী যতই শক্তিশালী হোক আইনের আওতায় আনা হবে : সেক্টর কমান্ডার সোহেল
জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
১০