উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট 

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৯
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি

দিনাজপুর, ৩১ জুলাই ২০২৫ (বাসস): যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে ১৭০-১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন এক হাজার ৬ শত টন কয়লা প্রয়োজন হচ্ছে। 

তিনি আরও বলেন, বুধবার রাত ১২ টা থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন ট্রায়েল শুরু হয়েছিল। তবে আজ বিকেল সাড়ে ৩ টায় পুরাদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। 

গত ২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। একই দিন দুপুর ১টায় ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পর দিন ২২ জুলাই রাত ১২টার দিকে ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু হয়। ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০