উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট 

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৯
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি

দিনাজপুর, ৩১ জুলাই ২০২৫ (বাসস): যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে ১৭০-১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন এক হাজার ৬ শত টন কয়লা প্রয়োজন হচ্ছে। 

তিনি আরও বলেন, বুধবার রাত ১২ টা থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন ট্রায়েল শুরু হয়েছিল। তবে আজ বিকেল সাড়ে ৩ টায় পুরাদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। 

গত ২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। একই দিন দুপুর ১টায় ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পর দিন ২২ জুলাই রাত ১২টার দিকে ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু হয়। ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
সিলেটে সিএনজি-অটোরিকশায় নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক : এসএমপি কমিশনার
রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী আটক 
১০