উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট 

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:০৯
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি

দিনাজপুর, ৩১ জুলাই ২০২৫ (বাসস): যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে ১৭০-১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন এক হাজার ৬ শত টন কয়লা প্রয়োজন হচ্ছে। 

তিনি আরও বলেন, বুধবার রাত ১২ টা থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন ট্রায়েল শুরু হয়েছিল। তবে আজ বিকেল সাড়ে ৩ টায় পুরাদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। 

গত ২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। একই দিন দুপুর ১টায় ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পর দিন ২২ জুলাই রাত ১২টার দিকে ১২৫ মেগাওয়াট সম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু হয়। ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
১০