ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:১১
আজ বৃহস্পতিবার ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন্। ছবি : বাসস

ময়মনসিংহ, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় জুলাই স্মৃতি সংসদ-এর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

নগরীর ঐতিহাসিক টাউন হলের জুলাই চত্বর মুক্ত মঞ্চে ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্রের সংগ্রামকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই গ্রন্থের উন্মোচন করা হয়।

জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক সাহসী ও রক্তাক্ত প্রতিরোধের অধ্যায়। একদিকে রাষ্ট্রীয় দমন-পীড়ন, অন্যদিকে তরুণদের প্রাণপণ সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নেয় এক নতুন চেতনার সূচনা। শহীদরা শুধু একেকজন মানুষ ছিলেন না, তারা হয়ে উঠেছিলেন মুক্তচিন্তা, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। অথচ এতদিন এই অধ্যায়ের সঠিক মূল্যায়ন হয়নি। বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে ছিল সত্য। সেই অবহেলিত অধ্যায়কে তুলে ধরতেই এ স্মারক গ্রন্থ প্রকাশ একটি সাহসী উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের বাবা জামিল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০