ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:১১
আজ বৃহস্পতিবার ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন্। ছবি : বাসস

ময়মনসিংহ, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : জেলায় জুলাই স্মৃতি সংসদ-এর আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

নগরীর ঐতিহাসিক টাউন হলের জুলাই চত্বর মুক্ত মঞ্চে ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্রের সংগ্রামকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই গ্রন্থের উন্মোচন করা হয়।

জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক সাহসী ও রক্তাক্ত প্রতিরোধের অধ্যায়। একদিকে রাষ্ট্রীয় দমন-পীড়ন, অন্যদিকে তরুণদের প্রাণপণ সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নেয় এক নতুন চেতনার সূচনা। শহীদরা শুধু একেকজন মানুষ ছিলেন না, তারা হয়ে উঠেছিলেন মুক্তচিন্তা, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। অথচ এতদিন এই অধ্যায়ের সঠিক মূল্যায়ন হয়নি। বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে ছিল সত্য। সেই অবহেলিত অধ্যায়কে তুলে ধরতেই এ স্মারক গ্রন্থ প্রকাশ একটি সাহসী উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের বাবা জামিল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
১০