ময়মনসিংহে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:৪৬

ময়মনসিংহ, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকা থেকে ২০২২ সালে প্রকাশ্যে দিবালোকে অভিনব কৌশলে ৪ লাখ টাকা চুরির ঘটনার দুই বছর পর চুরি রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. হান্নান মিয়াকে (৬২) গত ২৯ জুলাই রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে।

পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ  জানানো হয়, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুর একটার দিকে ভুক্তভোগী শামছুল আলম স্থানীয় পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে লেনদেন শেষে ছোট বাজারস্থ লিমা প্রিন্টিং প্রেসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার জামায় ময়লা ছিটিয়ে দেয়। এক পর্যায়ে জামা পরিষ্কার করতে গিয়ে ব্যাগটি পাশে রাখলে দুর্বৃত্তরা ব্যাগসহ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী থানায় শামছুল আলম বাদী হয়ে মামলা করলে প্রাথমিক তদন্ত শেষে থানা পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে আদালতের নির্দেশে পিবিআই ময়মনসিংহ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।

এতে আরও বলা হয়, আদালতের নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ, তথ্য-প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় সন্দেহভাজন চোর হান্নানকে শনাক্ত ও গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ৪ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ৩০ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই ময়মনসিংহ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে পিবিআই সর্বোচ্চ পেশাদারিত্বে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।’

 

 

Page Load Time : 0.01 SEC

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০