ইসির ৫২ নির্বাচন কর্মকর্তা বদলি

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১২
নির্বাচন ভবন। ফাইল ছবি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আরো ৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত ৫২ কর্মকর্তার বদলি সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

বদলিকৃত ৫২ জনের মধ্যে নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজাকে সিনিয়র জেলা নির্বাচন অফিস খুলনা থেকে মাগুরা জেলা নির্বাচন অফিসে এবং নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিজাম উদ্দীন আহমেদকে জেলা নির্বাচন অফিস মাদারীপুর থেকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বদলিকৃতদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনের উপজেলা কর্মকর্তার ১৬ নং ক্রমিকের শেখ বদরুদ্দীন উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ; ৪৪ নং ক্রমিকের মোঃ আলী হোসেন উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী; ৫১ নং ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা; ৫৩ নং ক্রমিকের মোঃ আবুল বাশার, উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার; ৬৩ নং ক্রমিকের মেহরাজুল হাসান, উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জ এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু সংশোধন এবং ৫ নং ক্রমিকের মোঃ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু স্থগিত করা হলো।

এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে ইসি। এছাড়া গত ১৫ জুলাই ইসির ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাছি ও চাষি সংকটে পটুয়াখালীর খেজুর রসের ঐতিহ্য হারানোর শঙ্কা
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
১০