নির্ধারিত সময়ে ইসিতে অডিট রিপোর্ট জমা দিয়েছে ২৯টি রাজনৈতিক দল

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:২৯
নির্বাচন ভবন। ফাইল ছবি

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বর্তমানে ইসিতে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ২৯টি দল আজকের (বৃহস্পতিবার) মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১০টি দল পত্রের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছে এবং ১টি দল (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি) গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন লাভ করায় ওই দলের ক্ষেত্রে অডিট রিপোর্ট প্রযোজ্য নয়। অবশিষ্ট ১০টি দল অডিট রিপোর্ট অথবা সময় বৃদ্ধি সংক্রান্ত কোনো পত্র দাখিল করেনি।

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো রাজনৈতিক দল টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।

যারা নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট জমা দেয়নি, তারা সময় বাড়ানোর আবেদন করলে বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আজিজ গ্রেফতার
হাবিপ্রবিতে ফলমুল ও সবজি গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা 
শেখ হাসিনা-শেখ রেহানার দুর্নীতির ৩ মামলায় ৩ জনের সাক্ষ্য
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
১০