জনগণ চায় পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক : ইকবাল হাসান মাহমুদ টুকু

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২২:১০
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৩১ জুলাই, ২০২৫ ( বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী  জনগণ পিআর পদ্ধতি কি তা জানে না, তারা চায় তাদের চিরচেনা পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক, শক্তিশালী নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।

তিনি আজ বিকেলে জেলা শহরের ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা  বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই-আগষ্ট ২৪’র ছাত্র গণ-আন্দোলনে শহীদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহা সংস্কারক। তিনি বাংলাদেশের সংস্কারের ইমারত নির্মাণ করেছিলেন, বিএনপি সবসময়ই সংস্কারে পক্ষে, এই সময়ে সংস্কারের জন্য বিএনপি অনেক বিষয়েই ঐকমত্য পোষণ করেছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে সেই নির্বাচিত সরকারই সকল সংস্কার ও জনকল্যাণমুখী সকল আইন প্রণয়ন করবে। 

তিনি আরও  বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন এক দলের ছিল না, স্বাধীনতার জন্য মুক্তিপাগল সকল জনগণ অংশ নিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো, তেমনি ’২৪ এর জুলাই-আগষ্ট ছাত্র- গণআন্দোলনেও গণতন্ত্র প্রিয় নির্যাতিত সকলেই অংশ নিয়েছিল। কোনো ষড়যন্ত্রই যেন জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানের স্বপ্ন  বিনষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম খান আলীম।

এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলমে, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা ২ আগস্ট: রংপুরে আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি
ট্রাম্পের শুল্কনীতি: কী পরিবর্তন, কারা ক্ষতিগ্রস্ত
ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে
শহীদের আত্মত্যাগ আগামী দিনের দেশ গড়ার প্রেরণা : ইকবাল হাসান মাহমুদ টুকু
নাটোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
পিআর পদ্ধতির দাবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র: সালাউদ্দিন টুকু
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ শুল্ককে ‘সর্বোত্তম সুখবর’ বললেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় মাটির সুরক্ষা ও সুষম সার বিষয়ে কৃষক সমাবেশ 
জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন 
১০