সেবা দিতে প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে : জননিরাপত্তা বিভাগের সচিব

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২২:৩১
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: বাসস

খুলনা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জনগণকে তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই জানিয়ে নাসিমুল গনি বলেন, সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। 

তিনি বলেন, সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষই যে, দেশের মালিক, সেকথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কীভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। 

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, আমাদের মনে রাখতে হবে দেশের পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা রাস্তায় নেমে জীবন দিতে এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। মানুষের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ১৯৭১ সালে আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আবার ২০২৪-এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয় না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাম তার ‘বউ বাজার’
জিয়া ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে : আসাদুল হাবিব দুলু
মার্কিন নতুন শুল্ক বৃদ্ধিতে হতাশ কানাডার প্রধানমন্ত্রী
নাটোরে জেলা পুলিশ পাঠাগারের কার্যক্রম শুরু
মোমশিখা প্রজ্বালনে নারায়ণগঞ্জে আন্দোলন বারুদ হয়ে ওঠে
সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নেই, সংকটে কৃষি ও মৎস্য
আগাম মুক্তি পেলেন ঘুষ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত ক্রোয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
আফগান নাগরিকদের ফেরত পাঠাতে পাকিস্তানের নতুন আহ্বান
গ্রাফিতি ‘জুলাই আর্ট ওয়ার্ক’র উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ 
১০