হবিগঞ্জ সাব স্টেশনে বিস্ফোরণ, ১৫ ঘণ্টা পর বিদুৎ সরবরাহ স্বাভাবিক

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৩:১৪
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ, ১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ১৫ ঘণ্টা পর সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক  হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ট্রান্সফরমারের ত্রুটিকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সারা জেলায় প্রায় ১৫ ঘণ্টা বিদুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

হবিগঞ্জ শাহজি বাজার সাব স্টেশনের প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। ফলে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সারা জেলায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার জানান, বৈরী আবহাওয়ার জন্য মেরামতের কাজ বিলম্ব হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা পরে সারা জেলায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ২০
১০