দিনাজপুরে আটক আন্দোলনকারীরা এ দিন গণজামিনে মুক্ত

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৪:৫৯
ছবি : বাসস

রোস্তম আলী মন্ডল

দিনাজপুর, ১ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৪ সালের ২৭ ও ২৮ জুলাই দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা, বিএনপি ও জামায়াতের ১৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ১ হতে ২ আগস্ট তাদের গণজামিনে মুক্তি দেওয়া হয়েছিল।

গতবছর ১ আগস্ট দিনাজপুর আদালতে কর্তব্যরত কোট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী যেসব আন্দোলনকারী, শিক্ষার্থী ও নেতা-কর্মী দিনাজপুর জেল কারাগারে আটক ছিলেন তাদের পরিবারগুলোকে খবর দিয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। 

এভাবে ১ আগস্ট বৃহস্পতিবার ও ২ আগস্ট শুক্রবার বন্ধের দিন আদালতে কর্মরত পুলিশ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোটা সংস্কার আন্দোলনে আটকদের গণজামিনে মুক্তি দেয়া হয়েছিল।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (স্থগিত) বখতিয়ার আহমেদ আহমেদ কচি বলেন, আমি নিজে এই আন্দোলন গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলাম। আন্দোলনকারীদের সঙ্গে আমি নিজে গতবছর ২ আগস্ট শুক্রবার সরকারি ছুটির দিনে রাত ৮ টায় জেল কারাগার থেকে মুক্তি পেয়ে ছিলাম। আমার সঙ্গে যেসব আন্দোলনকারী জামিনে মুক্তি পেয়েছিলেন তারা সবাই আবার বৈষম্যবিরোধী আন্দোলনে দুর্বার গতিতে যোগ দেন। ফলে বাধ্য হয়ে সে সময় ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বেজে গিয়েছিল। 

সে সময় ২৭ ও ২৮ জুলাই দুদিনে দিনাজপুর সদর কোতয়ালী থানায় আন্দোলনকারী এবং বিএনপি ও  জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬টি এবং জেলার ঘোড়াঘাট থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছিল। ওই ৭টি নাশকতার মামলায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ১৮৭ জনকে গ্রেপ্তার করে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০