দ্রুতই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : নৌপরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৬:০২ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ১৭:২৩
নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন শুক্রবার রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেন। ছবি: বাসস

রাজশাহী, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমোদন জরুরি। 

তিনি বলেন, সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে, দ্রুতই এ বন্দরের কার্যক্রম শুরু হবে।

আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর-এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণ অপরিহার্য। 

এই কার্যক্রমে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

পরিদর্শন শেষে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল সরেজমিন ঘুরে দেখেন।

উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন তিন দিনের সরকারি সফরে আজ রাজশাহী পৌঁছেছেন। 

সফরকালে তিনি রাজশাহীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তৎপর বিএনপি : তারেক রহমান
রাজশাহী রেলওয়ে হাসপাতালে সর্বসাধারণের চিকিৎসা সেবা উদ্বোধন : টিকেট ১০ টাকা
সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে : রেজিস্ট্রার জেনারেল 
ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও ফ্রি চিকিৎসাসেবা প্রদান
নভেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরছেন তারেক রহমান : এ্যানি 
মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা
বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং
ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য : ভূমি সচিব
জমকালো আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
১০