দ্রুতই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : নৌপরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৬:০২ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ১৭:২৩
নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন শুক্রবার রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেন। ছবি: বাসস

রাজশাহী, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমোদন জরুরি। 

তিনি বলেন, সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে, দ্রুতই এ বন্দরের কার্যক্রম শুরু হবে।

আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর-এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণ অপরিহার্য। 

এই কার্যক্রমে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

পরিদর্শন শেষে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল সরেজমিন ঘুরে দেখেন।

উল্লেখ্য, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন তিন দিনের সরকারি সফরে আজ রাজশাহী পৌঁছেছেন। 

সফরকালে তিনি রাজশাহীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০