অংকুরের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ : শিশু-কিশোর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:০৭
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় অংকুরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক শহীদ শিশু-কিশোর হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শতাধিক শহীদ শিশু-কিশোর হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশু-কিশোররা তাদের বক্তৃতায় ২০২৪ সালের অভ্যুত্থানে নিহত শিশু-কিশোর হত্যাকারীদের বিচারে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। 

তারা রাজনৈতিক কারণে নিরপরাধ শিশু-কিশোর হত্যা বন্ধে এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারের পক্ষ থেকে যথাযথ আইন প্রণয়নেরও দাবি জানান।

এর আগে অংকুর মিলনায়তনে জুলাই স্মরণ উপলক্ষে প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাঁচটি গ্রুপে বিজয়ী ১৫ জনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অংকুরের নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এবং পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ডা. মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং কাজী আরিফুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অংকুর পরিচালনা পরিষদ সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ এবং মাহির উদ্দিন মিসবাহ।

শহীদদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০