পিরোজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:১৭
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরের পাঁচজন সহ দেশের সব শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আজ শুক্রবার সকাল ৯ টায় ‘জুলাই যোদ্ধা পিরোজপুর’-এর আয়োজনে সদর উপজেলা পরিষদ এর শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‘জুলাই যোদ্ধা পিরোজপুর’-এর সভাপতি কাজী মো. আবু হানিফের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ আল নাসীবের সঞ্চালনায়  এ সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মো. মনিরুল হাসান প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এ আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। 

‎আন্দোলনের অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। শহীদ পরিবারের সদস্যরা কান্না ভেজা কন্ঠে স্বজন হারানোর শোক প্রকাশ এবং হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০