মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই পুলিশের দায়িত্ব : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:২৪ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ১৮:২৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শুক্রবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: বাসস

খুলনা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। 

তিনি বলেন, ‘সমাজ ও ব্যক্তি জীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও প্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচনা করা উচিত।’

সচিব আজ শুক্রবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে হবে। মনে রাখতে হবে, পুলিশ প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা মানুষের কল্যাণে কাজ করবে।

সচিব বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছেন, তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। পরিবর্তিত সময়ে সাধারণ মানুষের ভোগান্তি যথাসম্ভব কমানোর চেষ্টা আমাদের করা উচিত।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০