জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন 

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৪২
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’ অনুষ্ঠিত। ছবি: বাসস

সিলেট, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’র উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হয়।

ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের দৌড়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।  

এছাড়াও ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  আলামিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থী ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। 

এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার
১০