সাতক্ষীরায় মাটির সুরক্ষা ও সুষম সার বিষয়ে কৃষক সমাবেশ 

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৪৬
সাতক্ষীরায় শুক্রবার ‘তারুণ্যের উৎসব জুলাই-২০২৫ উপলক্ষে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘তারুণ্যের উৎসব জুলাই-২০২৫ উপলক্ষে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সুষম সার-এর ব্যবহার বিষয়ক কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সাতক্ষীরা আঞ্চলিক অফিসের আয়োজনে আঞ্চলিক কার্যালয়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা। 

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলরুবা করিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. হারুনুর রশীদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমান, ঢাকা কার্যালয়ের পরিচালক জয়নাল আবেদিন, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেন, মাটি হলো আমাদের কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে কৃষি উৎপাদনও টেকসই হয় না। সেজন্য আমাদের সকলকে মাটির সুরক্ষায় আরও সচেতন হতে হবে। সুষম সার ব্যবহার, জৈব উপাদানের চর্চা ও নিয়মিত মাটির নমুনা পরীক্ষা এখন সময়ের দাবি। কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। 

অনুষ্ঠানে কৃষকদের সুষম সার ব্যবহারের গুরুত্ব, মাটির নমুনা পরীক্ষার উপকারিতা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা বিষয়ক দিক নির্দেশনা প্রদান করা হয়। পরে কৃষকদের প্রশ্নোত্তর পর্বে তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধান পাওয়ার আশ্বাস দেন। 

সভায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০