পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৫৪
প্রতীকী ছবি

পটুয়াখালী, ১ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন।

রাফসানের পরিবার সূত্রে জানা গেছে, শিশু রাফসান বাড়ির উঠানে খেলছিল। অনেক সময় তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাফসানকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু রাফসানের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি তদন্ত আতিকুল ইসলাম বলেন, উপজেলার কালাইয়ায় পানিতে ডুবে শিশু রাফসানের মৃত্যুর খবর শুনেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩
রাশিয়ার হামলায় ইউক্রেনে আহত ৮
যশোরে দুদকের ১৮৭তম গণশুনানি কাল
রাঙ্গামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা 
ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী
খুলনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 
দিনাজপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার তাল বীজ রোপণ
সালভাদরের নাগরিক গার্সিয়াকে লাইবেরিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
এনসিপি'র সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
১০