ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৮:১১
ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোরকে শুক্রবার দিনাজপুর হিলি স্থলবন্দরে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ছবি: বাসস

দিনাজপুর, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে অবজারভেশন হোমে এক বছর আটক থাকার পর দুই কিশোর হিলি স্থলবন্দর দিয়ে আজ দেশে ফিরেছে। কিশোর দু’জন হচ্ছে- সিয়াম ওরফে শুভ (১২) ও মোস্তফা কামাল (১১)।

শুক্রবার দুপুর আড়াই টায় দিনাজপুর হিলি স্থল বন্দর সীমান্তের মেইন পিলার নং- ২৮৫/১১ এস সাব পিলারের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় হিলি ইমিগ্রেশন পুলিশ সিয়াম ও মোস্তফাকে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ইনর্চাজ পরিদর্শক মো. মোত্তালেব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এক বছর এক মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে ভারতে ওই দুই কিশোর প্রবেশ করেছিল। 

এসময় ভারতীয় পুলিশ তাদের আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। আটককৃত কিশোরদের কাছে কোন বৈধ কাগজ না থাকায় ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। সিয়াম ও মোস্তফার বয়স ১২ বছরের নিচে হওয়ায় আদালত তাদেরকে সে দেশের সেভ হোমে এক বছর রাখার নির্দেশ দেন। পরে দু’দেশের দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় অভিবাসন পুলিশ।

হিলি স্থলবন্দর পুলিশের সূত্রটি জানায়, ভারতের হস্তান্তর করা দু’জন কিশোরকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। 

ফেরত আসা সিয়াম ওরফে শুভ (১২) হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের পুত্র ও মোস্তফা কামাল হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০