সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, আটক ২    

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:১৮
সাতক্ষীরায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মালামালসহ দু’জনকে আটক করে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সীমান্তবর্তী এলাকা থেকে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা, একটি ‘হিরো হোন্ডা’ মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় মো. শাহীন গাজী (২৩) ও মো. নাছিবুল গাজী (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আজ শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার মাহামুদপুর সীমান্ত এসব ভারতীয় মালামাল জব্দ এবং দু’জনকে আটক করা হয়।

আটককৃত মো. শাহীন গাজী সাতক্ষীরা সদরের ইটাগাছা বউবাজার এলাকার মো. ফজর গাজীর ছেলে এবং মো. নাছিবুল গাজী একই এলাকার মো. মিন্টু গাজীর ছেলে।  

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে কয়েকজন চোরাকারবারী অবৈধ পথে মাদকের একটি বড় চালান নিয়ে ভারত হতে বাংলাদেশে অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. সেলিম আহম্মেদ-এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-৩ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার মাহামুদপুর নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে থেকে মাদক কারবারী শাহীন ও নাছিবুলকে আটক করা হয়। 

পরে তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের ব্যবহৃত নীল রঙের একটি ‘হিরো হোন্ডা’ মোটর সাইকেল এবং দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩১ লাখ ৩০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত ভারতীয় ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটককৃত আসামীদ্বয়কে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০