ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৯:২২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ। ছবি: বাসস

ফেনী, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ফেনী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত মো. মিল্লাত হোসেন ও মো. লিটনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। 

আজ শুক্রবার দুপুরে পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া গিয়ে এনসিপির কেন্দ্রীয় মানবাধিকার সেলের সদস্য নফিউল ইসলামের নেতৃত্বে একটি টিম মিল্লাত ও লিটনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে নিহতদের কবর জিয়ারত করেন। 

এ সময় এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, আব্দুল্লাহ আল যোবায়ের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ, এনসিপির সংগঠক সানাউল্লাহ রাশেদ, আব্দুল কাদের, জাহাঙ্গীর আলম, বদরুদ্দোজা নোভেল, ছাত্র প্রতিনিধি সৌরভ হোসেন শাকিল ও আরমান হোসেন রাফি উপস্থিত ছিলেন।

নাফিউল ইসলাম বলেন, ‘ভারত আমাদের কখনও বন্ধু হিসেবে দেখে না। আমাদের প্রতিপক্ষ ভাবে। সীমান্তের কাঁটাতারে আমাদের ভাইয়ের নির্বিচারে গুলি করে হত্যা করে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে।’

এ সময় নিহতদের পরিবারকে এনসিপির পক্ষ থেকে সব সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই দিবাগত রাতে পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ও একজন আহত হয়। হতাহতদের স্বজনরা জানান, বন্যার পানিতে মাছ ধরতে গেলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে তাদের হত্যা করে। অপরদিকে বিএসএফ দাবি করে দুই দেশের চোরাকারবারিরা সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত হয়। এ সময় বিএসএফ গুলি ছোঁড়ে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০