বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২১:৩৩
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক : ছবি : সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আজিজভ এর মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দূতাবাসের প্রথম সচিব শুক্লা বনিকসহ ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. মনিরুল ইসলাম বাংলাদেশের ঔষধ শিল্পের বিকাশ এবং ওষুধের গুণগত মানের বর্ণনা দিয়ে বিশ্ববাজারে এর অবস্থান এবং ক্রমবর্ধমান প্রসারের কথা তুলে ধরেন। উজবেকিস্তানের বাজারে বাংলাদেশের প্রস্তুতকৃত ওষুধের প্রবেশাধিকারকে আরও সহজ ও ব্যাপক করার বিষয়ে তিনি উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি প্রধানের সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে তিনি ওষুধের রেজিস্ট্রেশনের সময় ও ব্যয় কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য তাকে অনুরোধ করেন। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে ফার্মাসিটিক্যাল সেক্টরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে রাষ্ট্রদূত তার মতামত ব্যক্ত করেন ।

উজবেকিস্তান তার চাহিদার প্রায় ৮০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করে উল্লেখ করে ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির প্রধান আজিজভ বাংলাদেশ থেকে ওষুধ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি সরকারি ও বেসরকারি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি বাংলাদেশি ডেলিগেশন উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ফার্মাসিটিক্যাল খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে জানিয়ে তিনি এ খাতে উজবেকিস্তান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ, পদক্ষেপ ও প্রণোদনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ খাতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পূর্ণ করার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

উভয় পক্ষই বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী, বিশেষ করে ওষুধ শিল্প সহযোগিতাকে বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে উভয়ই আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০