রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২২:৪৭ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ২৩:০৬

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী কলেজের প্রাক্তন এইচএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘গেট টুগেদার’ ও আজীবন সদস্য নিবন্ধন অনুষ্ঠান আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RCHSCAA)-এর আয়োজনে রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে রাজশাহী কলেজের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন ব্যাচের ভ্রমণের ছবি, করোনা মহামারির সময় অ্যালামনাইদের সহায়তা কার্যক্রম এবং শীতকালীন বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয় একটি প্রামাণ্যচিত্রে।
এরপর অ্যালামনাই সদস্যদের পরিবেশনায় গান, কবিতা, আবৃত্তি ও কৌতুকসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন ও বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছবি তোলা, সম্মাননা প্রদান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অ্যালামনাই সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ১৯৭২ সাল থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী, যাঁরা বর্তমানে সরকারের সচিব ও সাবেক সচিব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে কর্মরত প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০