ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:২৭
ছবি : বাসস

রাজশাহী, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহীর র‌্যাব-৫। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি। 

গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামাণিকের ছেলে সাগর প্রামাণিক (১৮) ও মনসের প্রামাণিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এক অজ্ঞাত লাশের খবর পাওয়া যায়। র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। সিংড়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তী সময়ে র‌্যাবের একটি বিশেষ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম এলাকা থেকে আসামি সাগর ও সুলতানকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, চার মাস আগে তাদের সঙ্গে নিহত জিহাদের পরিচয় হয় এবং একসঙ্গে আড্ডা ও গাঁজা সেবন করত। আর্থিক সংকটে পড়ে আসামিরা পরিকল্পনা করে জিহাদকে হত্যা করে তার ব্যাটারি চালিত ভ্যান বিক্রি করবে। পরিকল্পনা অনুযায়ী ৩০ জুলাই সন্ধ্যায় তারা জিহাদের সঙ্গে দেখা করে এবং অজ্ঞাতসারে চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ায়। চলনবিল এলাকায় ঘোরাঘুরির সময় জিহাদ অচেতন হয়ে পড়লে তারা সাতপুকুরিয়া বাজারের কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভ্যানের পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ প্লাবিত জমিতে ফেলে দেয়।

পরে আসামিরা জিহাদের মোবাইল ফোন নিজেদের কাছে রেখে ভ্যান অন্যত্র গোপন করে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত টিউব উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের চিন্তা-চেতনা-মননে শুধুই বাংলাদেশ : মীর হেলাল
তেলআবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে স্টিভ উইটকফের সাক্ষাৎ
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের
এনসিএলে বরিশালের কোচ হলেন আশরাফুল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা
প্রিমিয়ার লিগে ক্লাবের সংখ্যা কমছে না
জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
কোম্পানি আইন ১৯৯৪ সংস্কার ও যুগোপযোগীকরণের আহ্বান 
১০