ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:২৭
ছবি : বাসস

রাজশাহী, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহীর র‌্যাব-৫। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে সংস্থাটি। 

গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামাণিকের ছেলে সাগর প্রামাণিক (১৮) ও মনসের প্রামাণিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এক অজ্ঞাত লাশের খবর পাওয়া যায়। র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। সিংড়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরবর্তী সময়ে র‌্যাবের একটি বিশেষ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম এলাকা থেকে আসামি সাগর ও সুলতানকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, চার মাস আগে তাদের সঙ্গে নিহত জিহাদের পরিচয় হয় এবং একসঙ্গে আড্ডা ও গাঁজা সেবন করত। আর্থিক সংকটে পড়ে আসামিরা পরিকল্পনা করে জিহাদকে হত্যা করে তার ব্যাটারি চালিত ভ্যান বিক্রি করবে। পরিকল্পনা অনুযায়ী ৩০ জুলাই সন্ধ্যায় তারা জিহাদের সঙ্গে দেখা করে এবং অজ্ঞাতসারে চেতনানাশক মিশ্রিত পানীয় খাওয়ায়। চলনবিল এলাকায় ঘোরাঘুরির সময় জিহাদ অচেতন হয়ে পড়লে তারা সাতপুকুরিয়া বাজারের কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভ্যানের পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ প্লাবিত জমিতে ফেলে দেয়।

পরে আসামিরা জিহাদের মোবাইল ফোন নিজেদের কাছে রেখে ভ্যান অন্যত্র গোপন করে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত টিউব উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০