কবি নজরুল ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহসী প্রতিচ্ছবি: ঢাবি সাবেক ভিসি

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী প্রতিচ্ছবি। 

তিনি বলেন, নজরুল আমাদের প্রেরণা। বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত কবি কালজয়ী প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসবেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকমল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, নাট্যকার বাবুল আহমেদ, কবি মাহমুদুল হাসান নিজামী, লেখক কালাম ফয়েজী, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, আনোয়ার চৌধুরী, আলহাজ্ব হাসেম চৌধুরী, ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা জাতীয় কবিকে যথাযথ মর্যাদা দিতে পারিনি।

তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের কবিতা গান বাংলার বিপ্লবীদের বিপুলভাবে উৎসাহিত করছিল। তারা অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। তার গান একইভাবে মানুষকে আলোড়িত করেছিলো পাকিস্তানীদের অত্যাচার-অবিচারের বিরুদ্ধে।

আনোয়ার উল্লাহ চৌধুরী আরও বলেন, তার গান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরও অনুরূপে উৎসাহিত করেছিল। 

তার গানই এদেশের তরুণ প্রজন্মকে সংগ্রামে উদ্বুদ্ধ করে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নজরুলের অবিনাশী গান ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট’ এই গান তরুণ প্রজন্ম ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ সকল শ্রেণির মানুষকে রাজপথে নিয়ে আসে।

তিনি বলেন, কবি নজরুল আমাদের প্রেরণা। বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত কবি কালজয়ী প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০