কবি নজরুল ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহসী প্রতিচ্ছবি: ঢাবি সাবেক ভিসি

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাহসী প্রতিচ্ছবি। 

তিনি বলেন, নজরুল আমাদের প্রেরণা। বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত কবি কালজয়ী প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসবেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকমল বড়ুয়া, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, নাট্যকার বাবুল আহমেদ, কবি মাহমুদুল হাসান নিজামী, লেখক কালাম ফয়েজী, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, আনোয়ার চৌধুরী, আলহাজ্ব হাসেম চৌধুরী, ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা জাতীয় কবিকে যথাযথ মর্যাদা দিতে পারিনি।

তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের কবিতা গান বাংলার বিপ্লবীদের বিপুলভাবে উৎসাহিত করছিল। তারা অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। তার গান একইভাবে মানুষকে আলোড়িত করেছিলো পাকিস্তানীদের অত্যাচার-অবিচারের বিরুদ্ধে।

আনোয়ার উল্লাহ চৌধুরী আরও বলেন, তার গান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরও অনুরূপে উৎসাহিত করেছিল। 

তার গানই এদেশের তরুণ প্রজন্মকে সংগ্রামে উদ্বুদ্ধ করে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নজরুলের অবিনাশী গান ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট’ এই গান তরুণ প্রজন্ম ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ সকল শ্রেণির মানুষকে রাজপথে নিয়ে আসে।

তিনি বলেন, কবি নজরুল আমাদের প্রেরণা। বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত কবি কালজয়ী প্রেরণা হয়ে বারবার আমাদের মাঝে ফিরে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০