সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট উৎসব মেলার উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:১২ আপডেট: : ২৭ আগস্ট ২০২৫, ১৮:২৫
সচেতনতা বৃদ্ধি বিষয়ক দুই দিনব্যাপী সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট উৎসব মেলার উদ্বোধন। ছবি : বাসস

সাতক্ষীরা, ২৭ আগস্ট. ২০২৫ (বাসস) : জেলায় ‘যুবার হাতেই, দিন বদল’ এ শ্লোগানে জলবায়ু মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট উৎসব মেলার উদ্বোধন করা হয়েছে। 

অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। এতে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপপরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। 

এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয়।

এই উৎসবের মূল লক্ষ্য হলো, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে ক্ষতিকর সামাজিক মানষিকতা ভেঙ্গে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

এসময় স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানান।উৎসবে ইন্টারেক্টিভ প্রদর্শনী, তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দুই দিনব্যাপী এই উৎসবে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হচ্ছে। এর পাশাপাশি থাকছে ফুটবল রেস, সাইকেল রেসসহ নানা ধরনের খেলাধুলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
১০