খাগড়াছড়ি, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে স্থানীয় জনগণনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস রোগীদের চুলকানি, জ্বর, রক্ত স্বল্পতা, ডায়রিয়া, সর্দি-কাশি, দাঁতের ব্যথাসহ নানান রোগের চিকিৎসা প্রদান করেন।
আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম ভবিষ্যতেও চলবে।