টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:৪৮
অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস

টাঙ্গাইল, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলা সদরে আজ চিংড়ি মাছের খোলশের ভিতরে জেলি দিয়ে বাজারজাত, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়া এবং নকল কসমেটিক বিক্রির অপরাধে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে জেলা শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাব রোডে অভিযানকালে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

জেলায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জেলা শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে খোলশের ভিতরে জেলি দিয়ে বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে ১৫ হাজার টাকা, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা এবং নকল কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তাজ কালেকশন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০