টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৮:৪৮
অনিয়মের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা। ছবি : বাসস

টাঙ্গাইল, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলা সদরে আজ চিংড়ি মাছের খোলশের ভিতরে জেলি দিয়ে বাজারজাত, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়া এবং নকল কসমেটিক বিক্রির অপরাধে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে জেলা শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাব রোডে অভিযানকালে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

জেলায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জেলা শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে খোলশের ভিতরে জেলি দিয়ে বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে ১৫ হাজার টাকা, মুরগি বিক্রির সময়ে ওজনে কম দেওয়ায় ১০ হাজার টাকা এবং নকল কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তাজ কালেকশন কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
জামালপুরে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটো রিকশা দিলেন তারেক রহমান
কুমিল্লায় শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা নৌপরিবহন উপদেষ্টার 
১০