জাতীয় ঐকমত্য কমিশন সদস্যদের সভা

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:০০ আপডেট: : ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫১
ছবি : পিআইডি

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার কমিশন সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়।

কমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জাতীয় সনদে কিভাবে এসব মতামতের প্রতিফলন ঘটানো যায় তা বিশ্নেষণ করা হয়।

আলোচনায় প্রাপ্ত মতামতগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে জাতীয় সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সামনে সম্ভাব্য বিকল্পগুলোও বৈঠকে আলোচিত হয়।

এ সময় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য প্রেরণ করা হয়।

এতে মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০