ঝিনাইদহে পাওয়ারটিলার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৩৮

ঝিনাইদহ, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরণ্য তালসার গ্রামের হাসান আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন অরণ্য। এরপর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
১০