ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বরিশালের মেহেন্দিগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিদেশি মুদ্রাসহ এক দুর্ধর্ষ ডাকাতকে আজ বুধবার আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার কোস্টগার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত নাইমকে (২৯) আটক করা হয়। এসময় ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।