চাঁদপুর, ২৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ১১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে জেলা শহরের বাবুরহাট বাজারে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিম।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের বাবুরহাট বাজারে অভিযানকালে একটি দোকান থেকে প্রায় ১১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।