কুমিল্লা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার মুরাদনগর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি শিশু খাদ্য তৈরীর প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
আজ বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় ‘আবুল হাসেম ফুড প্রডাক্ট’ নামের শিশু খাদ্য তৈরীর একটি কারখানায় অভিযানকালে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি, পোড়া তেল দিয়ে শিশু খাদ্য ভাজা (তেল কিটের মাধ্যমে সরেজমিনে পরীক্ষা করা হয়েছে) এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরীর দায়ে ‘আবুল হাসেম ফুড প্রডাক্ট’ নামের প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।