পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২১:৩৬

পিরোজপুর,২৭ আগস্ট, ২০২৫ (বাসস): পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

আজ পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত  ৪ কি.মি. রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নাজিরপুরের পিছিয়ে পড়া ইউনিয়ন মাটিভাংগায় কমিউনিটি ক্লিনিক ও ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠে বালু ভরাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।

তিনি আরও বলেন, নাজিরপুরের ইউএনও, এসিল্যান্ড আপনাদের খোঁজখবর রাখবেন এবং অবকাঠামোমূলক উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন তারা সেগুলো করবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, আনোয়ারুল ইসলাম পলাশ এবং জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০