অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২২:৪৪
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত। ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অধ্যাপক ড. এম. শমশের আলী'র স্মরণ সভা  ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত আজ বুধবার (২৭ আগস্ট) আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার দেব, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম ও অধ্যাপক মো. ইলিয়াস, কোয়ান্টাম ফাউন্ডেশনের রাবিয়া নাজরীন ও মরহুমের নাতনি ফারিয়া আলোচনায় অংশ নেন ।

স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. এম. শমসের আলী’র বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশ বরেণ্য এই পদার্থ বিজ্ঞানী ও ইসলামী পণ্ডিত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। বিভাগের অনারারী অধ্যাপক হিসাবে তিনি এম. এ ২য় সেমিস্টারের “বিজ্ঞান ও ধর্ম” কোর্সটি পাঠদান করছিলেন। তাঁর অনুপ্রেরণা ও উৎসাহে অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ১৯৯৯ সালে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০