অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২২:৪৪
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত। ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে অধ্যাপক ড. এম. শমশের আলী'র স্মরণ সভা  ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত আজ বুধবার (২৭ আগস্ট) আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার দেব, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম ও অধ্যাপক মো. ইলিয়াস, কোয়ান্টাম ফাউন্ডেশনের রাবিয়া নাজরীন ও মরহুমের নাতনি ফারিয়া আলোচনায় অংশ নেন ।

স্মরণ সভায় বক্তারা মরহুম অধ্যাপক ড. এম. শমসের আলী’র বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশ বরেণ্য এই পদার্থ বিজ্ঞানী ও ইসলামী পণ্ডিত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। বিভাগের অনারারী অধ্যাপক হিসাবে তিনি এম. এ ২য় সেমিস্টারের “বিজ্ঞান ও ধর্ম” কোর্সটি পাঠদান করছিলেন। তাঁর অনুপ্রেরণা ও উৎসাহে অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ১৯৯৯ সালে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০