সিলেট, ২৭ আগস্ট ২০২৫ (বাসস) : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে ডমেস্টিক ফ্লাইটে তারা সিলেটে পৌঁছায়। সিলেটে এসে আজ বিশ্রামে থাকলেও বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবেন ডাচরা।
এর আগে গত ২০ আগস্ট সিলেটে পৌঁছে প্র্যাকটিস শুরু করেন লিটনরা।
সিরিজের সবকটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, আগামীকাল বেলা দুইটা থেকে নেদারল্যান্ডস দল অনুশীলন করবে এবং বাংলাদেশ দলের অনুশীলন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অনুশীলন শুরুর আগে দুই দল গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটি মাঠে গড়াবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে।
পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।