চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২৩:৩৩

চট্টগ্রাম, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাদেরকে বন্দর থানায় সোপর্দ করেছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন। মাহফুজের কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া পানি খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

তিনি গোপালগঞ্জের মাকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে।

ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের সময় মো. আবুল খায়েরকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।

বেলা সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজন মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। তার ব্যবহৃত প্রবেশ পাসটি তার মামা শফিকুল ইসলামের নামে ছিল, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০