চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২৩:৩৩

চট্টগ্রাম, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাদেরকে বন্দর থানায় সোপর্দ করেছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন। মাহফুজের কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া পানি খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

তিনি গোপালগঞ্জের মাকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে।

ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের সময় মো. আবুল খায়েরকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।

বেলা সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজন মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। তার ব্যবহৃত প্রবেশ পাসটি তার মামা শফিকুল ইসলামের নামে ছিল, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
১০