বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২৩:৫৫

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ উজবেকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়া (আইআইসিএ)-এর পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিকও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার উপর জোর দেন। পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ তাদের অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাথে আইআইসিএ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের চুক্তি উভয় প্রতিষ্ঠানের গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজ ও ফলপ্রসূ করবে, যা দুই দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, আইআইসিএ -এর পরিচালক জাভলন ভাখাবোভ তাঁর প্রতিষ্ঠানের গঠন, কর্মপরিধি এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অঞ্চলের অগ্রগতির বিষয়গুলো রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভাখাবোভ দক্ষিণ এশিয়ার সাথে বিশেষত বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারণে তাঁর আগ্রহ প্রকাশ করেন এবং একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে বহুমাত্রিকভাবে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০