বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২৩:৫৫

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস) : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ উজবেকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়া (আইআইসিএ)-এর পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিকও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার উপর জোর দেন। পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ তাদের অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠানের সাথে আইআইসিএ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের চুক্তি উভয় প্রতিষ্ঠানের গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজ ও ফলপ্রসূ করবে, যা দুই দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, আইআইসিএ -এর পরিচালক জাভলন ভাখাবোভ তাঁর প্রতিষ্ঠানের গঠন, কর্মপরিধি এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অঞ্চলের অগ্রগতির বিষয়গুলো রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভাখাবোভ দক্ষিণ এশিয়ার সাথে বিশেষত বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারণে তাঁর আগ্রহ প্রকাশ করেন এবং একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে বহুমাত্রিকভাবে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০