জগন্নাথপুরে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:০৭
জগন্নাথপুরে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষাব্যবস্থায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এদেশে নারী জাগরণে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। এখনো তিনি দেশে নারীদের আগামী বিনির্মাণে অনুপ্রেরণা ও পথিকৃৎ।

আশারকান্দি ইউনিয়ন মহিলাদল নেত্রী খানম বেগমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান টুনু অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

কয়ছর এম আহমেদ আরো বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের আগামীর জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করেছেন। 

কয়ছর বলেন, তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন দেশে চার কোটি পরিবার আছে, চার কোটি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেয়া হবে। এই ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হবে পরিবারের নারী সদস্যদের নামে, পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের প্রধান নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে না। ফ্যামিলি কার্ড হবে পরিবারের সিনিয়র নারী সদস্যের নামে।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেন কয়ছর এম আহমেদ। 

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০