জগন্নাথপুরে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:০৭
জগন্নাথপুরে জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষাব্যবস্থায় বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। এদেশে নারী জাগরণে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। এখনো তিনি দেশে নারীদের আগামী বিনির্মাণে অনুপ্রেরণা ও পথিকৃৎ।

আশারকান্দি ইউনিয়ন মহিলাদল নেত্রী খানম বেগমের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান টুনু অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

কয়ছর এম আহমেদ আরো বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের আগামীর জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা ঘোষণা করেছেন। 

কয়ছর বলেন, তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন দেশে চার কোটি পরিবার আছে, চার কোটি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেয়া হবে। এই ফ্যামিলি কার্ড বরাদ্দ করা হবে পরিবারের নারী সদস্যদের নামে, পরিবারের মা বা স্ত্রী অর্থাৎ পরিবারের প্রধান নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে না। ফ্যামিলি কার্ড হবে পরিবারের সিনিয়র নারী সদস্যের নামে।

সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেন কয়ছর এম আহমেদ। 

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি
টেইলরের ওয়ানডেতে প্রত্যাবর্তনে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শ্রীলংকার
চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ডেঙ্গুতে আরও ৪৩২ জন আক্রান্ত
টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক
প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’ দল
জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপে থাকছেন না ফাতেমা
১০