ফেনীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১২:৩৬

ফেনী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সোনালী ব্রিকফিল্ডের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাথিয়ারা এলাকার ওই মেয়েটি গতকাল বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্বজনরা মাইকিং করে খোঁজ করলেও তার সন্ধান পায়নি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে সোনালী ব্রিকসের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তখন ব্রিকফিল্ডে কর্মরত রাসেল নামে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন। রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।  

স্থানীয় ইউপি সদস্য নূর নবী বলেন, আটক ছেলেটি দুই বছর ধরে ওই ব্রিকফিল্ডে কাজ করেন। মেয়েটির বাবার বাড়ি ভোলা ও মায়ের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও কাজের সুবাদে তারা মাথিয়ারায় একটি কলোনিতে বসবাস করতেন। পূর্ব থেকে মেয়েটি রাসেলকে চিনতেন। সে দুপুরে মেয়েটিকে ব্রিকফিল্ডে এনে খাবার দেয়। পরে ধর্ষণ করে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
নরসুন্দায় কচুরিপানার মরণফাঁদে দুই ভাই, ডুবুরি দলের উদ্ধার
আবু সাঈদের মৃত্যুর খবর শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে : বাবা
যশোরে স্বর্ণের বারসহ তিন যুবক আটক
খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা 
মিনিয়াপোলিসের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭
মিৎসুবিশির সরে দাঁড়ানোর পরও বায়ুশক্তির ওপর আস্থাশীল জাপান
দুদক-এর পৃথক চার মামলায় গ্রেফতার সালমান এফ রহমান
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা
১০