হবিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।
কর্মশালায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্তী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা শিক্ষা অফিসার ফরিদা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার. হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ।