খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:৫৪

খাগড়াছড়ি, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার  রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় ভাতিজা সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এই তথ্য জানান। এসময় পুলিশ সুপার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত ২০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যবর্তী সময়ে পূর্ব বাগানটিলার নিজ ঘরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) ধারালো দা দিয়ে হত্যা করে তাদের আত্মীয় সাইফুল ইসলাম (৩৫)। 

পরে ২২ আগস্ট এ ঘটনায় রামগড় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

মামলার বাদী নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান (২০)। তিনি জানান, আসামি সাইফুল তাদের ঘরে এসে টাকা চাইলে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে আসামি। সে নিহতের ব্যবহৃত মোবাইল চুরি করে চট্টগ্রামের ভূজপুর এলাকায় ৪০০ টাকায় বিক্রি করে।

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে।

আটক সাইফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি
টেইলরের ওয়ানডেতে প্রত্যাবর্তনে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শ্রীলংকার
চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ডেঙ্গুতে আরও ৪৩২ জন আক্রান্ত
টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক
প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’ দল
জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপে থাকছেন না ফাতেমা
১০