খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:৫৪

খাগড়াছড়ি, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার  রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় ভাতিজা সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এই তথ্য জানান। এসময় পুলিশ সুপার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, গত ২০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যবর্তী সময়ে পূর্ব বাগানটিলার নিজ ঘরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) ধারালো দা দিয়ে হত্যা করে তাদের আত্মীয় সাইফুল ইসলাম (৩৫)। 

পরে ২২ আগস্ট এ ঘটনায় রামগড় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

মামলার বাদী নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান (২০)। তিনি জানান, আসামি সাইফুল তাদের ঘরে এসে টাকা চাইলে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে আসামি। সে নিহতের ব্যবহৃত মোবাইল চুরি করে চট্টগ্রামের ভূজপুর এলাকায় ৪০০ টাকায় বিক্রি করে।

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে।

আটক সাইফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
১০