যশোরে স্বর্ণের বারসহ তিন যুবক আটক

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:৫৫
ছবি : বাসস

যশোর, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): যশোরে পৃথক অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সকালে অভিযান দুটি চালানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, যশোর শহরের লোনঅফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪) ও মানিকগঞ্জ জেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩)।

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জাহিদ ও সুজনকে আটক করা হয়। তাদের মানিব্যাগ ও কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো চার কেজি ৯শ’ গ্রাম ওজনের ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আগে ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে আশরাফুলকে ৪৩৪ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ আটক করা হয়। 

অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ থেকে চোরাকারবারিদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
১০