যশোরে স্বর্ণের বারসহ তিন যুবক আটক

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:৫৫
ছবি : বাসস

যশোর, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): যশোরে পৃথক অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সকালে অভিযান দুটি চালানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন, যশোর শহরের লোনঅফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪) ও মানিকগঞ্জ জেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩)।

বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জাহিদ ও সুজনকে আটক করা হয়। তাদের মানিব্যাগ ও কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো চার কেজি ৯শ’ গ্রাম ওজনের ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এর আগে ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে আশরাফুলকে ৪৩৪ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ আটক করা হয়। 

অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ থেকে চোরাকারবারিদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা ভবন-এয়ারপোর্ট ৭টি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালুর পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে
২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি
টেইলরের ওয়ানডেতে প্রত্যাবর্তনে হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশন শ্রীলংকার
চট্টগ্রামে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ডেঙ্গুতে আরও ৪৩২ জন আক্রান্ত
টাইগারদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ডাচ অধিনায়ক
প্রথম দিনই অলআউট বাংলাদেশ ‘এ’ দল
জুলাই রেভ্যুলেশন চ্যাম্পিয়নশিপে থাকছেন না ফাতেমা
১০