কক্সবাজার, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।
তথ্য নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান। তিনি জানান, সকালে নুরুল আজিম ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় যাওয়ার পথে একই দিক থেকে আসা দ্রুতগামীর মাইক্রোবাস তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে উল্টে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আজিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।