নড়াইল, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার কালিয়া উপজেলায় আজ পিরোলী ইউনিয়নের কদমতলায় ৪নং ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় বিএনপির উদ্যোগে ৪নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপি’র সেক্রেটারি জহিরুল ইসলাম জহির।
কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল ইসলাম, পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন আনসারী, যুগ্ম- সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং আগামিতে বিএনপির নেতৃত্বে দেশ গঠনে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।