পিরোজপুর, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ দুর্যোগ পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে ইউনিট কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সদস্য এডভোকেট আবুল কালাম আকন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন, মির্জা জহিরুল হক, আফজাল হোসেন টিপু, মহিউদ্দিন মল্লিক নাসির, রেজাউল হক রিয়াজ প্রমুখ সহ রেড ক্রিসেন্ট-এর স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় ক্ষয়ক্ষতি কমাতে আগাম পদক্ষেপ নেওয়ার কোন বিকল্প নেই। পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগে থেকেই প্রস্তুতি নিলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদে রাখা সম্ভব।