সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:০৮
ছবি: বাসস

খুলনা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আজ খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, জাতিকে অনুপ্রাণিত করতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা উচিত।

শনিবার খুলনা প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এক সময় যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, তাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল প্রমুখ।

জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০