সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে : খুলনা প্রেসক্লাব

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:০৮
ছবি: বাসস

খুলনা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আজ খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, জাতিকে অনুপ্রাণিত করতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রাখা উচিত।

শনিবার খুলনা প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এক সময় যারা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, তাদের ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল প্রমুখ।

জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আলোচনা শুরু হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০